Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০২৫

মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি

মাসের নাম

বাস্তবায়ন অগ্রগতি

মার্চ,২০২৫

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৩০ বছর মেয়াদী একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। সমন্বিত ও নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং দেশের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে উক্ত মাস্টারপ্ল্যানে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য প্রকল্পসমূহ চিহ্নিতকরণ, গ্রহণ এবং বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে মোট ৪০৯.৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে এ প্রকল্পের আওতায় শরীয়তপুর ও চাঁদপুরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে গজারিয়া-মুন্সীগঞ্জ সড়কে মেঘনা নদীর উপর সেতু নির্মাণ, মতলব উত্তর -গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণ, কুড়িগ্রাম জেলার চিলমারী-রৌমারী সড়কে ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণ, বরিশাল-ভোলা সড়কে কালাবদর তেঁতুলিয়া নদীর উপর সেতু নির্মাণের পুনঃসমীক্ষা এবং ঢাকা এলিভেটেড ইনার রিং রোড নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়াও মহেশখালী চ্যানেলের উপর কক্সবাজার-মহেশখালী সেতুর প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা, মেঘনা নদীর উপর ভোলা লক্ষ্মীপুর সেতুর প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা, সুনামগঞ্জ-নেত্রকোনা হাওড় অঞ্চলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা এবং রাজবাড়ী-পাবনা সড়কে পদ্মা নদীর উপর সেতু নির্মাণের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। প্রকল্পটি ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হয়েছে।