মাসের নাম |
বাস্তবায়ন অগ্রগতি |
---|---|
সেপ্টেম্বর,২০২৪ |
মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর উপর ১.৮৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের ডিপিপি গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখ অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পের অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ৪১৭৪.৬৭৯৬ কোটি (চার হাজার একশত চুয়াত্তর কোটি সাতষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা (জিওবি ৬৬০.৭২১০ কোটি টাকা এবং দক্ষিণ কোরিয়ার EDCF এর ঋণ ৩৫১৩.৯৫৮৬ কোটি টাকা)। প্রকল্পটি ০১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮ মেয়াদে বাস্তবায়িত হবে। বর্তমানে প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগের কাজ চলমান রয়েছে। প্রস্তাবিত সেতুটি ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে বিকল্প সড়ক যোগাযোগ স্থাপন করবে। এ সেতু নির্মাণের ফলে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ভোলা জেলার সাথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে যাতায়াতের দূরত্ব, সময় এবং ব্যয় হ্রাস পাবে। সেতুটি ব্যবহারের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (N-1) এর উপর যানবাহনের চাপ কমবে। সেই সাথে চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর ও হাইমচর উপজেলায় অনুমোদিত দুইটি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পণ্য পরিবহন সহজতর করার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখবে। প্রতিবছর জিডিপি প্রায় ০.২৩ শতাংশ বৃদ্ধি পাবে। নদীর অববাহিকতায় নতুন শিল্পাঞ্চলসহ পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা এই অঞ্চরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া, চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় উপশহর গড়ে উঠবে। এতে আবাসনসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে রাজধানী ঢাকার উপর নির্ভরতা হ্রাস পাবে। |