Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২৪

কচুয়া-বেতাগী সড়কে পায়রা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি

মাসের নাম

 বাস্তবায়ন অগ্রগতি

অক্টোবর, ২০২

ভূমি সংক্রান্ত:

পটুয়াখালী প্রান্তঃ ভূমি অধিগ্রহণ এ পটুয়াখালী সদর উপজেলা প্রান্তের গিলাবনিয়া- ৪৭ মৌজার ১০.৪০ একর ভুমির মধ্যে ১০.৪০ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে ১০.৪০ একর জমি ঠিকাদারি প্রতিষ্ঠান বরাবর হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ প্রান্তঃ মির্জাগঞ্জ উপজেলা প্রান্তের ভাজনা মনোহারখালী-৩৫ ও মির্জাগঞ্জ-৩৬ মৌজার ৮.১৪১ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। গত ১৭ অক্টোবর ২০২৪
ইং তারিখে ৮.১৪১ একর জমি ঠিকাদারি প্রতিষ্ঠান বরাবর হস্তান্তর করা হয়েছে।

ভৌত কাজ সংক্রান্তঃ 

গত ১৪ নভেম্বর ২০২৩ তারিখে প্রকল্পের ভিত্তিপ্রপ্তর স্থাপন করা হয়েছে। মূল সেতুর ২৪ স্ট্রাকচারাল ডিজাইন ও ভায়াডাক্টের ডিজাইন চূড়ান্তকরণের জন্য Proof Consultant এর নিকট হতে যচাই বাছাই সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মূল সেতু ও ভায়াডাক্টের ডিজাইন দাখিল করেছে যা প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান দ্বারা চূড়ান্ত   াচাই-বাচাই এর কাজ চলমান আছে।

ইতোমধ্যে পটুয়াখীল সদর উপজেলা প্রান্তের ০ টি টেষ্ট পাইলের নির্মাণ কাজ  সম্পন্নপূর্বক একটি Test Pile এর কাজ সম্পন্ন হয়েছে। ২য় টির কাজ চলমান আছে এবং মীর্জাগঞ্জ প্রান্তের ০৩টি পাইলের কাজ অতিদ্রুত শুরু হবে।

অক্টোবর/২০২৪ পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ১২.৪৫%।

 

সেতু নির্মাণ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি (সংশোধিত):

  • সেতুর দৈর্ঘ ১৬৮৭.৭০ মিটার
  • সেতুর প্রস্থ ১০.৩ মিটার
  • গাইড বাঁধ এর দৈর্ঘ্য ১০০০ মিটার
  • স্প্যান ২৩টি (১৩*১০০+২*৫৩.৮৫+৮*৩৫= ১৬৮৭.৭০)
  • ভার্টিক্যাল ক্লিয়ারেন্স ১৮.৭০ মিটার