মাসের নাম |
বাস্তবায়ন অগ্রগতি |
---|---|
অক্টোবর, ২০২৪ |
ভূমি সংক্রান্ত: পটুয়াখালী প্রান্তঃ ভূমি অধিগ্রহণ এ পটুয়াখালী সদর উপজেলা প্রান্তের গিলাবনিয়া- ৪৭ মৌজার ১০.৪০ একর ভুমির মধ্যে ১০.৪০ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। মির্জাগঞ্জ প্রান্তঃ মির্জাগঞ্জ উপজেলা প্রান্তের ভাজনা মনোহারখালী-৩৫ ও মির্জাগঞ্জ-৩৬ মৌজার ৮.১৪১ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। গত ১৭ অক্টোবর ২০২৪ ভৌত কাজ সংক্রান্তঃ গত ১৪ নভেম্বর ২০২৩ তারিখে প্রকল্পের ভিত্তিপ্রপ্তর স্থাপন করা হয়েছে। মূল সেতুর ২৪ স্ট্রাকচারাল ডিজাইন ও ভায়াডাক্টের ডিজাইন চূড়ান্তকরণের জন্য Proof Consultant এর নিকট হতে যচাই বাছাই সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মূল সেতু ও ভায়াডাক্টের ডিজাইন দাখিল করেছে যা প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান দ্বারা চূড়ান্ত াচাই-বাচাই এর কাজ চলমান আছে। ইতোমধ্যে পটুয়াখীল সদর উপজেলা প্রান্তের ০ টি টেষ্ট পাইলের নির্মাণ কাজ সম্পন্নপূর্বক একটি Test Pile এর কাজ সম্পন্ন হয়েছে। ২য় টির কাজ চলমান আছে এবং মীর্জাগঞ্জ প্রান্তের ০৩টি পাইলের কাজ অতিদ্রুত শুরু হবে। অক্টোবর/২০২৪ পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ১২.৪৫%।
সেতু নির্মাণ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি (সংশোধিত):
|