Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২৪

কচুয়া-বেতাগী সড়কে পায়রা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি

মাসের নাম

 বাস্তবায়ন অগ্রগতি

ফেব্রুয়ারি, ২০২

প্রকল্পের নাম

:

“কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোহালিয়া-কালাইয়া সড়কের ১৭তম কিলোমিটারে (জেড ৮০৫২) পায়রা নদীর উপর সেতু নির্মাণ”

অনুমোদনের পর্যায়

:

প্রকল্পের ডিপিপি অনুমোদিত

সংস্থা/বিভাগ/মন্ত্রণালয়ন

:

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ/সেতু বিভাগ/সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

প্রকল্প পরিচালক

:

জনাব মোঃ তোফাজ্জেল হোসেন, তত্বাবধায়ক প্রকৌশলী, বাসেক ও প্রকল্প পরিচালক।

বাস্তবায়নকাল

:

প্রকল্প আরম্ভের তারিখঃ  ০১/০৩/২০২০ ইং

প্রকল্প সমাপ্তির তারিখঃ  ৩১/১২/২০২৫ ইং

প্রকল্পের অনুমোদিত ব্যয়

:

১০৪২২৭.৭৯ (লক্ষ টাকায়), (জিওবি)

ক্রমপুঞ্জিত আর্থিক ব্যয়

 

১০৩৫৬.৯৯ (লক্ষ টাকায়) 

প্রকল্পের ভৌত অগ্রগতি

:

৪.০০%  

প্রকল্পের আর্থিক অগ্রগতি

:

৯.৯৪%

২০২৩-২০২৪ অর্থবছরের ফেব্রুয়ারি-২০২৪ পর্যন্ত প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতির বিবরণ     

১। ঠিকাদারি প্রতিষ্ঠানঃ 

:

  • ঠিকাদারের নামঃ SAMWHAN-MIR AKHTER JV.
  • ঠিকাদারের সাথে সম্পাদিত চুক্তিমূল্যঃ ৬৪০৫৫.৩৩ (লক্ষ টাকায়)
  • ঠিকাদারের সাথে সম্পাদিত চুক্তির তারিখঃ ২২/০৩/২০২২ ইং
  • কার্যাদেশ প্রদানের তারিখঃ ২৩/০৩/২০২২ ইং
  • কাজ শুরুর তারিখঃ ০৬/০৪/২০২২ ইং
  • ঠিকাদারের সাথে সংশোধিত সম্পাদিত চুক্তিমূল্যঃ ৭৩৯৮১.৪৯ (লক্ষ টাকায়)
  • সংশোধিত চুক্তির তারিখঃ ১৭/০৯/২০২৩ ইং
  • চুক্তি অনুযায়ী কাজ সমাপ্তির তারিখঃ ০৫/০৪/২০২৫ ইং
  • এ পর্যন্ত ব্যয়ঃ ৬১২৬.০০ (লক্ষ টাকায়) (Mobilization Advance বাবদ)

২। পরামর্শক প্রতিষ্ঠানঃ

:

  • পরামর্শক প্রতিষ্ঠানের নামঃ ACE Group (Egypt)-JPZ Consulting (Bangladesh) Ltd.
  • পরামর্শক প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তিমূল্যঃ ২৫২১.১১ (লক্ষ টাকায়)
  • কাজ শুরুর তারিখঃ ২৭/০৬/২০২১ ইং
  • চুক্তি অনুযায়ী কাজ সমাপ্তির তারিখঃ ২৬/০৫/২০২৫ ইং
  • এ পর্যন্ত ব্যয়ঃ ২৯২.৯৫ (লক্ষ টাকায়)।   

৩। প্রকল্পের বাস্তব অগ্রগতি

:

ভূমি অধিগ্রহনঃ

পটুয়াখালী প্রান্তঃ ভূমি অধিগ্রহণ এ পটুয়াখালী সদর প্রান্তের ১০.৪০ একর ভূমির মধ্যে ১০.৪০ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। গত ১৪/০৯/২০২৩ ইং তারিখে পটুয়াখালী প্রান্তের ১০.৪০ একর জমি ঠিকাদারী প্রতিষ্ঠান বরাবর হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ প্রান্তঃ মির্জাগঞ্জ প্রান্তের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য জেলা প্রশাসন কর্তৃক চুড়ান্ত প্রাক্কলন প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও এ প্রান্তের ৮.১৪১ একর ভূমি অধিগ্রহণের জমির মূল্য বাবদ এল.এ কেসের বিপরীতে জেলা প্রশাসন, পটুয়াখালী বরাবর অগ্রীম হিসেবে ১১ কোটি ৩৯ লক্ষ ৪৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। দ্রুতই মির্জাগঞ্জ প্রান্তের অধিগ্রহণের চুড়ান্ত প্রাক্কলন পাওয়া যাবে।

ভৌত কাজঃ উল্লেখ্য প্রকল্পটি Design Build পদ্ধতিতে ঠিকাদারের সাথে চুক্তি সম্পাদন হওয়ায় বর্তমানে Design এর কাজ চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত ডিজাইন চুড়ান্তকরণের লক্ষ্যে ইতোমধ্যে Proof Consultant এর নিকট ডিজাইন প্রেরণ করেছে। টোল মনিটরিং ভবন এবং আবাসিক ভবনের পাইলিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং পাইল লোড টেষ্ট এর প্রস্তুতি চলছে। প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ০৪%।



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon