Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুন ২০২৪

কচুয়া-বেতাগী সড়কে পায়রা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি

মাসের নাম

 বাস্তবায়ন অগ্রগতি

মে, ২০২

প্রকল্পের নাম

:

“কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোহালিয়া-কালাইয়া সড়কের ১৭তম কিলোমিটারে (জেড ৮০৫২) পায়রা নদীর উপর সেতু নির্মাণ”

অনুমোদনের পর্যায়

:

প্রকল্পের ডিপিপি অনুমোদিত

সংস্থা/বিভাগ/মন্ত্রণালয়ন

:

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ/সেতু বিভাগ/সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

প্রকল্প পরিচালক

:

জনাব মোঃ তোফাজ্জেল হোসেন, তত্বাবধায়ক প্রকৌশলী, বাসেক ও প্রকল্প পরিচালক।

বাস্তবায়নকাল

:

প্রকল্প আরম্ভের তারিখঃ  ০১/০৩/২০২০ ইং

প্রকল্প সমাপ্তির তারিখঃ  ৩১/১২/২০২৫ ইং

প্রকল্পের অনুমোদিত ব্যয়

:

১০৪২২৭.৭৯ (লক্ষ টাকায়), (জিওবি)

ক্রমপুঞ্জিত আর্থিক ব্যয়

:

১০৪৪৩.২৮ (লক্ষ টাকায়)  

প্রকল্পের ভৌত অগ্রগতি

:

৬.০০%  

প্রকল্পের আর্থিক অগ্রগতি

:

১০.০২% 

২০২৩-২০২৪ অর্থবছরের মে-২০২৪ পর্যন্ত প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতির বিবরণ       

১। ঠিকাদারি প্রতিষ্ঠানঃ 

:

  • ঠিকাদারের নামঃ SAMWHAN-MIR AKHTER JV.
  • ঠিকাদারের সাথে সম্পাদিত চুক্তিমূল্যঃ ৬৪০৫৫.৩৩ (লক্ষ টাকায়)
  • ঠিকাদারের সাথে সম্পাদিত চুক্তির তারিখঃ ২২/০৩/২০২২ ইং
  • কার্যাদেশ প্রদানের তারিখঃ ২৩/০৩/২০২২ ইং
  • কাজ শুরুর তারিখঃ ০৬/০৪/২০২২ ইং
  • ঠিকাদারের সাথে সংশোধিত সম্পাদিত চুক্তিমূল্যঃ ৭৩৯৮১.৪৯ (লক্ষ টাকায়)
  • সংশোধিত চুক্তির তারিখঃ ১৭/০৯/২০২৩ ইং
  • চুক্তি অনুযায়ী কাজ সমাপ্তির তারিখঃ ০৫/০৪/২০২৫ ইং
  • এ পর্যন্ত ব্যয়ঃ ৬১২৬.০০ (লক্ষ টাকায়) (Mobilization Advance বাবদ)

২। পরামর্শক প্রতিষ্ঠানঃ

:

  • পরামর্শক প্রতিষ্ঠানের নামঃ ACE Group (Egypt)-JPZ Consulting (Bangladesh) Ltd.
  • পরামর্শক প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তিমূল্যঃ ২৫২১.১১ (লক্ষ টাকায়)
  • কাজ শুরুর তারিখঃ ২৭/০৬/২০২১ ইং
  • চুক্তি অনুযায়ী কাজ সমাপ্তির তারিখঃ ২৬/০৫/২০২৫ ইং
  • এ পর্যন্ত ব্যয়ঃ ৩৩৯.৫২ (লক্ষ টাকায়)।   

৩। প্রকল্পের বাস্তব অগ্রগতি

:

ভূমি অধিগ্রহনঃ

পটুয়াখালী প্রান্তঃ ভূমি অধিগ্রহণ এ পটুয়াখালী সদর উপজেলা প্রান্তের ১০.৪০ একর ভূমির মধ্যে ১০.৪০ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। গত ১৪/০৯/২০২৩ তারিখে ১০.৪০ একর জমি ঠিকাদারী প্রতিষ্ঠান বরাবর হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ প্রান্তঃ গত ১৩ মার্চ ২০২৪ ইং তারিখে মির্জাগঞ্জ উপজেলা প্রান্তের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য জেলা প্রশাসন হতে চুড়ান্ত প্রাক্কলন পাওয়া গেছে। যার প্রাক্কলিত মূল্য ৩১,০২,৮৪,৭৮৯.৩৫ (একত্রিশ কোটি দুই লক্ষ চুরাশি হাজার সাতশত উনানব্বই দশমিক তিন পাঁচ) টাকা। এছাড়াও এ প্রান্তের ৮.১৪১ একর ভূমি অধিগ্রহণের জমির মূল্য বাবদ এল.এ কেসের বিপরীতে জেলা প্রশাসন, পটুয়াখালী বরাবর অগ্রীম হিসেবে ১১ কোটি ৩৯ লক্ষ ৪৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট টাকা পরিশোধের জন্য ডিপিপির ভূমি অধিগ্রহণ খাতে অর্থ সংস্থান অবশিষ্ট নেই। সে কারনে বাসেক বরাবর ডিপিপির আন্তখাত সমন্বয়ের প্রস্তাব করা হলে তা গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখে অনুমোদিত হয়েছে। পরবর্তীতে ব্যয় খাত সংশোধনের প্রস্তাব কার্যক্রম বিভাগ, পরিকল্পনা কমিশন হতে অনুমোদিত হয়েছে এবং অর্থ ছাড়ের জন্য অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। অর্থ ছাড় সম্পন্ন হলে পরবর্তীতে অতিদ্রুত মীর্জাগঞ্জ প্রান্তের জন্য জেলা প্রশাসন হতে প্রাপ্ত অধিগ্রহণ বাবদ চূড়ান্ত প্রাক্কলিত অর্থ পরিশোধ করা হবে।

 

ভৌত কাজঃ উল্লেখ্য প্রকল্পটি Design Build পদ্ধতিতে ঠিকাদারের সাথে চুক্তি সম্পাদন হওয়ায় বর্তমানে Design এর কাজ চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত ডিজাইন চুড়ান্তকরণের লক্ষ্যে ইতোমধ্যে Proof Consultant এর নিকট ডিজাইন প্রেরণ করেছে। টেষ্ট পাইল, সাব সয়েল ইনভেষ্টিগেশন, টোল মনিটরিং ভবন এবং আবাসিক ভবনের কাজ চলছে। এছাড়া ভায়াডাক্ট এর ডিজাইন দাখিল করেছে। প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ০৬%।