মাসের নাম |
বাস্তবায়ন অগ্রগতি |
---|---|
সেপ্টেম্বর, ২০২৪ |
গাজীপুর হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত মোট ২০ কিলোমিটার Bus Rapid Transit বা BRT লেনের মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক উত্তরা হাউজ বিল্ডিং হতে টঙ্গী চেরাগ আলী মার্কেট পর্যন্ত ৪.৫০ কিলোমিটার এলিভেটেড অংশ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। সংশোধিত ডিপিপি অনুযায়ী প্রকল্পটির এলিভেটেড অংশের প্রাক্কলিত ব্যয় ১২৩০.৭০ কোটি টাকা এবং মেয়াদকাল ০১ জানুয়ারি ২০১২ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। এই এলিভেটেড অংশের ৩.৫ কিলোমিটার হবে ৬ লেনের এবং ১ কিলোমিটার হবে ৪ লেনের। এছাড়া, এতে থাকবে ৬টি এলিভেটেড স্টেশন এবং ১০ লেনের টঙ্গী সেতু।
|