Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০২৫

গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্প (বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অংশ) এর অগ্রগতি

মাসের নাম

 বাস্তবায়ন অগ্রগতি

মার্চ, ২০২৫

গাজীপুর হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত মোট ২০.৫০ কিলোমিটার Bus Rapid Transit বা BRT লেনের মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক উত্তরা হাউজ বিল্ডিং হতে টঙ্গী চেরাগ আলী মার্কেট পর্যন্ত ৪.৫০ কিলোমিটার এলিভেটেড অংশ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। সম্পাদিত ঠিকাচুক্তি মোতাবেক এলিভেটেড অংশের প্রাক্কলিত ব্যয় ৯৩৫১২.৯৮ লক্ষ টাকা এবং কাজ সমাপ্তির তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪। এলিভেটেড অংশের ৩.৫০ কি.মি. ৬ লেনের (মিক্সড ট্রাফিক ৪ লেন + বিআরটি ডেডিকেটেড ২ লেন) এবং অবশিষ্ট ১.০০ কি.মি. বিআরটি ডেডিকেটেড ২ লেন।

ইতোমধ্যে উত্তরা বি.এন.এস সেন্টার হতে টঙ্গী চেরাগ আলী মার্কেট পর্যন্ত ৪.৫০ কি. মি. উড়াল সড়কটি ঢাকামুখী এবং ময়মনসিংহমুখী যানচলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে BRT সার্ভিসের মাধ্যমে প্রতি ঘন্টায় উভয় দিক থেকে প্রায় ২০,০০০ যাত্রী ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত চলাচল করতে পারবে। এটি ঢাকা শহরের যানজট নিরসনে উল্লেখযোগ্য অবদান রাখবে। বিগত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ BRT লেন ব্যবহার করে BRTC বাস দ্বারা BRT সার্ভিসের বাণিজ্যিক ট্রায়াল চালু হয়েছে। প্রকল্পের অবশিষ্ট কাজ সমাপ্তির কার্যক্রম চলমান রয়েছে।

বর্তমানে প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ০১ (এক) বছর বৃদ্ধির প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে এবং ঠিকাচুক্তির মেয়াদ ০৬ (ছয়) মাস বৃদ্ধি করে ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ নির্ধারণ বিবেচনাধীন রয়েছে।