Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মে ২০২১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্ট এর অগ্রগতি

মাসের নাম

বাস্তবায়ন অগ্রগতি

মার্চ ২০২১

(ক) প্রকল্পের ভৌত অগ্রগতি ৮৫% এবং আর্থিক অগ্রগতি ৮২.১৪%। ইতোমধ্যে প্রকল্পের আওতায় জাজিরা সংযোগ সড়ক, মাওয়া সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়া-২ এর কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া মূল সেতু ও নদীশাসন কাজের ক্রমপুঞ্জিত ভৌত অগ্রগতি যথাক্রমে ৯৩% ও ৮২%।

করোনা ভাইরাসের কারণে বিদেশী সকল পরামর্শক ও ঠিকাদারের জনবল মবিলাইজ করা আমদানীকৃত মালামাল যথাসময়ে সাইটে পৌছানো বিলম্বিত হচ্ছে। তবে বিদেশীদের কাজে ফিরিয়ে আনার জন্য তাদের সঙ্গে যোগাযোগের প্রেক্ষিতে ৩ জন Expert প্রকল্পে কাজে যোগদান করেছে। প্রকল্প এলাকায় কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রকল্পের কাজ চালু রাখা হয়েছে।

প্রকল্পের বাস্তবায়ন কাজে কোন সমস্যা নেই। প্রকল্পে কর্মরতদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১ জন এবং তিনি বর্তমানে আইসোলেশনে আছেন। এতে প্রকল্পের কাজে কোন ক্ষতি হচ্ছে না। ইতোমধ্যে ৮০% road deck slab এর স্থাপন কাজ সম্পন্ন হয়েছে এবং অক্টোবর ২০২১ নাগাদ ১০০% road deck এর কাজ সম্পন্ন হবে। নদীশাসন কাজও এগিয়ে চলছে। আগামী মার্চ ২০২২ এর মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। 

নদীশাসন কাজ মাওয়া প্রান্তে মোট ১.৮৩৫ কিলোমিটারের মধ্যে ০.২৭৫ কিলোমিটার সম্পন্ন হয়েছে এবং জাজিরা প্রান্তে মোট ১১.০৮ কিলোমিটারের মধ্যে ৭.০৮ কিলোমিটার সম্পন্ন হয়েছে। 


Share with :

Facebook Facebook