Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২৪

সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রজেক্ট এর অগ্রগতি

মাসের নাম

 বাস্তবায়ন অগ্রগতি

ফেব্রুয়ারী, ২০২৪

মেয়াদ- মে ২০১১- জুন ২০২৪

 

প্রকল্পের আর্থিক অগ্রগতি নিম্নরুপঃ (লক্ষ টাকায়)

বাস্তবায়ন অগ্রগতি (লক্ষ টাকায়)

আর্থিক অগ্রগতি (ফেব্রুয়ারি’ ২০২৪)

প্রকল্পের মোট বাজেট

বাজেট ২০২৩-২৪

অর্থ ছাড়

মোট ব্যয়

 

জিওবি ব্যয়

প্রকল্প সাহায্য

অগ্রগতি %

৪৯১,৭৫৭.২৮

১২,৮৮৭.০০

২,৯৫২.৭৫*

৪,০৪৪.০৮

৪,০৪৪.০৮

-

৩১.৩৮%

 

প্রকল্পের মোট বাজেট

ক্রমপুঞ্জিভূত ব্যয় (ফেব্রুয়ারি’ ২০২৪ পর্যন্ত)

অগ্রগতি %

৪৯১,৭৫৭.২৮

৪৫০,৩৭৪.৭৫

৯১.৫৮%

               

নোটঃ *বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হতে ১৫ (পনের) কোটি টাকা ভূমি অধিগ্রহণ ব্যয় নির্বাহের লক্ষ্যে অগ্রিম গ্রহণ করা হয়েছে। অর্থ বিভাগ হতে অর্থ ছাড় হলে তা পুন:র্ভরণ করা হবে।

প্রকল্পের অগ্রগতি: 

 

কম্পোনেন্ট

অগ্রগতি

ভূমি অধিগ্রহণ

১ম, ২য় এবং ৩য় ধাপ

প্রকল্পের ১ম, ২য় ও ৩য় ধাপের জন্য সর্বমোট ৩০.১৮ একর জমির মধ্যে ২৯.৭৮ একর ব্যক্তিমালিকানধীন জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রকল্পের ৩য় ধাপে অতিরিক্ত ০.৩০৬০ একর জমি গত ০২ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রিয় ভূমি বরাদ্দ কমিটি (CLAC)’র সভায় অনুমোদন প্রদান করা হয়েছে। ইতোমধ্যে ৭ ধারা নোটিশ জারী হয়েছে। জমির মূল্য হার নির্ধারণের জন্য সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস হতে সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা হতে ২৫.২৯ কোটি টাকার প্রাক্কলণ পাওয়া গেছে। এ প্রাক্কলণের অর্থ ছাড়ের জন্য অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। অর্থ বিভাগ হতে উল্লিখিত অর্থ অবমুক্ত করা হলে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা বরাবর তা প্রেরণ করা হবে।

ইউটিলিটি

ইউটিলিটি অপসারণ/প্রতিস্থাপন

প্রকল্পের এ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান বিভিন্ন ভবন ও ইউটিলিটিসমূহ স্থানান্তর/ অপসারণের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিগেড এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।

১ম ধাপের কাজ সম্পন্ন হয়েছে।

২য় ধাপের ইউটিলিটি অপসারণ/প্রতিস্থাপন কাজ শেষ পর্যায়ে রয়েছে।

৩য় ধাপের ইউটিলিটি অপসারণ/প্রতিস্থাপন কাজ চলমান আছে।

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ

১ম , ২য় এবং ৩য় ধাপ

 

ধাপ

মোট ক্ষতিগ্রস্ত

ক্ষতিপুরণ প্রদান

অগ্রগতি

১ম ধাপ

৮৬৮

৬১৪

৭০.৭৪%

২য় ধাপ

৬,৩৭৮

৫,৭৯৫

৯০.৮৬%

৩য় ধাপ

১,৯৪৪

১,৬১৪

৮৩.০২%

 

৯,১৯০

৮,০২৩

৮৭.৩০%

পরিবেশগত স্বাস্থ্য ও সুরক্ষা কার্যক্রম

কাজ শুরুর আগে শ্রমিকদের সাথে toolbox talk এর মাধ্যমে বাধা/বিপত্তি এবং প্রশম প্রক্রিয়া পর্যালোচনা

যথোপযুক্ত PPE পরিধান (safety shoe, hardhat, ear plug, safety glass, hand gloves, work vest) এর উপর গুরুত্বারোপ

Unsafe act এবং Unsafe condition রিপোর্ট

নিয়মিত Environmental monitoring কার্যক্রম।

 

 

ক্ষতিগ্রস্তদের জন্য ভবন ও অন্যান্য সুবিধাদি নির্মানঃ

 

ক্ষতিগ্রস্তদের

জন্য ভবন ও অন্যান্য সুবিধাদি নির্মান

 

 

 

১২৯৪ বর্গফুটের ৬টি (G+14) -৬৭২টি ফ্ল্যাট নির্মাণ

 

 

১০৯০ বর্গফুটের ৬টি (G+14) -৬৭২টি ফ্ল্যাট নির্মাণ

অন্যান্য নিমার্ণ কাজ (মসজিদ, স্কুল, ক্লিনিক, খেলার মাঠ, জীম, কমিউনিটি মার্কেট ইত্যাদি)।

 

প্রকল্পের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ছাড়াও তাদেরকে পুনর্বাসনের লক্ষ্যে উত্তরা ৩য় ফেজ সংলগ্ন বাউনিয়া, বড় কাঁকড় ও দ্বিগুন মৌজায় ১২৯৪ (এক হাজার দুইশত চুরানব্বই) বর্গফুট (পার্কিং বাদে লিফট, লবি ও সিঁড়ি সহ) এর ৬টি (G+14) এবং ১০৯০ (এক হাজার নব্বই) বর্গফুট (পার্কিং বাদে লিফট, লবি ও সিঁড়ি সহ) এর ৬টি (G+14) সর্বমোট ১৩৪৪টি ফ্ল্যাট নির্মাণ কাজসহ অন্যান্য সুবিধাদি যেমন- মসজিদ, স্কুল, ক্লিনিক, খেলার মাঠ, জীম, কমিউনিটি মার্কেট ইত্যাদি নির্মাণকাজ চলমান রয়েছে।

ক) ঠিকাদারের নাম: Shamwhan-Mir Akter JV

খ) চুক্তিমূল্য: ৩৪৮,৭৯,২৫,৬২৬.০০ টাকা

 

ক) ঠিকাদারের নাম: TCEL-NDE JV

খ) চুক্তিমূল্য: ২৭৬,৮৯,৮১,০৪০.০০ টাকা

 

ক) ঠিকাদারের নাম: TCEL-NDE JV

খ) চুক্তিমূল্য: ১৬৫,৬০,২৪,৫০৫.৮২ টাকা

গত ১৫ জুন ২০২২ তারিখে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি’র সভায় সিদ্ধান্ত অনুসারে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়ায় ১৯৫,০৭,৯৬,৪০৬.৯৮ টাকা

নির্মাণ কাজের মোট ভৌত অগ্রগতি

৯৯.২৬% (আনুষাঙ্গিক নির্মাণকাজের ঠিকাদার TCEL-NDE JV এর মূলচুক্তির অতিরিক্ত কাজ যুক্ত হওয়ার কারণে)

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon