Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২৪

কর্ণফুলী নদীর তলদেশে বহুলেইন টানেল নির্মাণ প্রকল্পের অগ্রগতি

মাসের নাম

 বাস্তবায়ন অগ্রগতি

ফেব্রুয়ারি, ২০২৪

কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক  টানেল নির্মাণ

 

  • প্রকল্পের মেয়াদ-নভেম্বর ২০১৫- জুন  ২০২4

 

(ক) পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।

 

(খ) প্রকল্পের ভৌত কাজ  ত্বরান্বিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

(গ) প্রকল্পের অব্যবহৃত/ পরিত্যক্ত মালামালসমূহের তালিকা প্রস্তুতপূর্বক   প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

বাস্তবায়নে:

প্রকল্প পরিচালক, কর্ণফুলী টানেল প্রকল্প  

প্রকল্পের অগ্রগতি নিম্নরুপঃ

(লক্ষ টাকায়)

প্রকল্পের মোট ব্যয়

(সংশোধিত-অনুমোদিত)

২০২3-২০২4 অর্থবছরে এডিপি বরাদ্দ

ফেব্রুয়ারি/২০২৪

পর্যন্ত অর্থছাড়

২০২3-২০২4 অর্থবছরে ফেব্রুয়ারি/২০২3 পর্যন্ত আর্থিক অগ্রগতি

মোট ব্যয়

(বরাদ্দের (%) অংশ)

জিওবি ব্যয়

(বরাদ্দের (%) অংশ)

প্রকল্প সাহায্য ব্যয়

(বরাদ্দের (%) অংশ)

১০৬৮৯৭১.৩৩

মোটঃ ৭৩৫১৮.০০

জিওবিঃ ৫২৩৬৬.০০

প্রঃ সাঃ ২১১৫২.০০

২০৪৬৫.৪৬

 

৩৮৭৪৯.৪৮২

(৫২.৭১%)

 

১৮৩১৬.১০৭

(৩৪.৯৮%)

২০৪৩৩.৩৭৫

(৯৬.৬০%)

 

 

 

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৯9.৩0% এবং

আর্থিক অগ্রগতি ৯৫.১৩% (১০১৬৯.৩৪ কোটি টাকা)। 

এপ্রোচ রোডসহ মূল টানেলের অগ্রগতি ১০০%।

 

কম্পোনেন্ট অনুযায়ী অগ্রগতি নিম্নরূপঃ

 

ক্রমিক   নং

কম্পোনেন্ট

সর্বশেষ অবস্থা

মূল টানেল

ইতোমধ্যে জনসাধারণের ব্যবহার উপযোগী করতঃ মূল টানেলটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অপারেশন ও মেইনটেনেন্স (O&M) শাখার নিকট হস্তান্তর করা হয়েছে। গত ২৮ অক্টোবর, ২০২৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক টানেলটি উদ্বোধন করা হয় এবং ২৯ অক্টোবর, ২০২৩ তারিখ ভোর ৬:০০ ঘটিকা হতে টানেলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

ভূমি অধিগ্রহণ

“কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্প” এর জন্য আনোয়ারা প্রান্তে এল. এ মামলা নং: ১২/২০২১-২২ মূলে ১.৪৯৪০ একর ও এল. এ মামলা নং: ০১/২০২৩-২৪ মূলে ২.২৩৭০ একর এবং পতেঙ্গা প্রান্তে এল. এ মামলা নং: ০৩/২০২৩-২৪ ‍মূলে ৩.২০০০ একর ভূমিসহ অধিগ্রহণতব্য সর্বমোট ৬.৯৩১০ একর ভূমির প্রাক্কলিত অর্থ ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট খাতে জমা করা হয়েছে এবং জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক ভূমি মালিকদের ৮ ধারার নোটিশ ইস্যু করা হয়েছে। রোঁয়েদাদ প্রস্তুতের কাজ চলমান রয়েছে।

৩.

পুনর্বাসন কার্যক্রম

অদ্যাবধি পুনর্বাসন কার্যক্রমের আওতায় পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তের ৩১৪৬ জন ক্ষতিগ্রস্থ ভূমি মালিক/ব্যাক্তিকে অতিরিক্ত মঞ্জুরির অর্থ বাবদ সর্বমোট=৩৭৭.১৭ কোটি টাকা বিতরণ করা হয়েছে।   

৪.

ম্যানেজমেন্ট সফটওয়্যার

Hardware স্থাপন এবং বিবিএ বিল্ডিং নেটওয়ার্কিং এর কাজ সম্পন্ন হয়েছে। Network Training সম্পন্ন হয়েছে।

Software- টি ০১ জুন, ২০২২ তারিখ থেকে GO LIVE- এ আছে।     

৫.

সার্ভিস এরিয়া

বর্তমানে আনোয়ারা প্রান্তে সার্ভিস এরিয়ার (সেকশন-২) এর Pre-Commission & Commissioning- এর কাজ চলমান রয়েছে। সার্ভিস এরিয়ার সকল ভবনের জন্য Furniture ক্রয়কার্যক্রম “অর্পিত ক্রয়কার্য” হিসেবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) কর্তৃক সম্পাদনের বিষয়টি সেতু বিভাগ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএফআইডিসি কর্তৃক দাখিলকৃত প্রস্তাব ইতোমধ্যে নেগোসিয়েশন কমিটির নিকট প্রেরণ করা হয়েছে। এছাড়াও Electrical Home Appliance এবং Furnishing, Cutlery & other Items- এর Procurement এর কাজ Open Tender- এর মাধ্যমে চলমান রয়েছে। দরপত্র গ্রহণের শেষ সময় আগামী ০৩ মার্চ ২০২৪ ইং তারিখ। অদ্যাবধি সার্বিক অগ্রগতি ৯৫.০০%।  

৬.

পুলিশ ক্যাম্প ও ফায়ার স্টেশন

বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রাণাধীন CCDL কর্তৃক টানেলের উভয় প্রান্তে পুলিশ ক্যাম্প ও ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। অদ্যাবধি সার্বিক অগ্রগতি ৮০.০০%। পুলিশ ক্যাম্প ও ফায়ার স্টেশনের ভবনসমূহ ব্যবহার উপযোগি করার লক্ষ্যে অতিরিক্ত কাজ হিসেবে সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ রাস্তা, ইউটিলিটি, ইলেকট্রিক্যাল ও অন্যান্য পূর্ত কাজ সম্পাদনের জন্য গত ১৯  ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সিসিডিএল এর সাথে Revised MoU স্বাক্ষরিত হয়েছে। 

৭.

মাসিক বাস্তবায়ন অগ্রগতি

ফেব্রুয়ারি, ২০২৪ মাসে ০.17% লক্ষ্যমাত্রার বিপরীতে বাস্তবায়ন অগ্রগতি ০.২০ %।                            

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon