কর্ণফুলী নদীর তলদেশে বহুলেইন টানেল নির্মাণ প্রকল্পের অগ্রগতি
মাসের নাম
বাস্তবায়ন অগ্রগতি
মে, ২০২৪
১।
কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ
প্রকল্পের মেয়াদ-নভেম্বর ২০১৫- জুন ২০২4
(ক) পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।
(খ) প্রকল্পের ভৌত কাজ ত্বরান্বিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(গ) প্রকল্পের অব্যবহৃত/ পরিত্যক্ত মালামালসমূহের তালিকা প্রস্তুতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাস্তবায়নে:
প্রকল্প পরিচালক, কর্ণফুলী টানেল প্রকল্প
প্রকল্পের অগ্রগতি নিম্নরুপঃ
(লক্ষ টাকায়)
প্রকল্পের মোট ব্যয়
(সংশোধিত-অনুমোদিত)
২০২3-২০২4 অর্থবছরে এডিপি বরাদ্দ
মে/২০২৪
পর্যন্ত অর্থছাড়
২০২3-২০২4 অর্থবছরে মে/২০২3 পর্যন্ত আর্থিক অগ্রগতি
মোট ব্যয়
(বরাদ্দের (%) অংশ)
জিওবি ব্যয়
(বরাদ্দের (%) অংশ)
প্রকল্প সাহায্য ব্যয়
(বরাদ্দের (%) অংশ)
১০৬৮৯৭১.৩৩
মোটঃ ৫২১৫২.০০
জিওবিঃ ৩১৩৯৩.০০
প্রঃ সাঃ ২০৭৫৯.০০
২০৪৬৫.৪৬
৪০৫০৫.২৯
(৭৭.৬৭%)
২০০৭১.৯৮৬
(৬৩.৯৪%)
২০৪৩৩.৩৭৫
(৯৮.৪৩%)
কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৯9.৭0% এবং
আর্থিক অগ্রগতি ৯৫.৩০% (১০১৮৬.৮৯ কোটি টাকা)।
এপ্রোচ রোডসহ মূল টানেলের অগ্রগতি ১০০%।
কম্পোনেন্ট অনুযায়ী অগ্রগতি নিম্নরূপঃ
ক্রমিক নং
কম্পোনেন্ট
সর্বশেষ অবস্থা
১
মূল টানেল
ইতোমধ্যে জনসাধারণের ব্যবহার উপযোগী করতঃ মূল টানেলটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অপারেশন ও মেইনটেনেন্স (O&M) শাখার নিকট হস্তান্তর করা হয়েছে। গত ২৮ অক্টোবর, ২০২৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক টানেলটি উদ্বোধন করা হয় এবং ২৯ অক্টোবর, ২০২৩ তারিখ ভোর ৬:০০ ঘটিকা হতে টানেলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
২
ভূমি অধিগ্রহণ
“কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্প” এর জন্য আনোয়ারা প্রান্তে এল. এ মামলা নং: ১২/২০২১-২২ মূলে ১.৪৯৪০ একর ও এল. এ মামলা নং: ০১/২০২৩-২৪ মূলে ২.২৩৭০ একর এবং পতেঙ্গা প্রান্তে এল. এ মামলা নং: ০৩/২০২৩-২৪ মূলে ৩.২০০০ একর ভূমিসহ অধিগ্রহণকৃত সর্বমোট ৬.৯৩১০ একর ভূমির দখল জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক বিগত ১১ মার্চ ২০২৪ তারিখে প্রকল্প কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে। উক্ত ৩টি অধিগ্রহণ মামলার গেজেট প্রকাশের বিষয়টি জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক প্রক্রিয়াধীন আছে।
৩.
পুনর্বাসন কার্যক্রম
অদ্যাবধি পুনর্বাসন কার্যক্রমের আওতায় পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তের ৩১৪৬ জন ক্ষতিগ্রস্থ ভূমি মালিক/ব্যাক্তিকে অতিরিক্ত মঞ্জুরির অর্থ বাবদ সর্বমোট=৩৭৭.১৭ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
৪.
ম্যানেজমেন্ট সফটওয়্যার
Hardware স্থাপন এবং বিবিএ বিল্ডিং নেটওয়ার্কিং এর কাজ সম্পন্ন হয়েছে। Network Training সম্পন্ন হয়েছে।
Software- টি ০১ জুন, ২০২২ তারিখ থেকে GO LIVE- এ আছে।
৫.
সার্ভিস এরিয়া
সার্ভিস এরিয়ার সকল ভবনের আসবাবপত্র “অর্পিত ক্রয়কার্য” হিসেবে ক্রয়ের নিমিত্ত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এর মধ্যে গত ১৩ মার্চ ২০২৪ তারিখে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্বারক অনুসারে প্রকল্প মেয়াদের মধ্যে আসবাবপত্র সরবরাহের লক্ষ্যে বিএফআইডিসি-কে ৫০% অর্থ অগ্রিম প্রদান করা হয়েছে। এছাড়াও Electrical Home Appliance এবং Furnishing, Cutlery & other Items- এর Procurement এর কাজ চলমান আছে এবং ইতোমধ্যে কিছু কিছু পণ্য সামগ্রী সাইট অফিস কর্তৃক গ্রহণ করা হয়েছে।
৬.
পুলিশ ক্যাম্প ও ফায়ার স্টেশন
প্রকল্পের উভয় প্রান্তে ১টি করে মোট ২টি পুলিশ ক্যাম্প ও ২টি ফায়ার স্টেশন-ভবনসমূহের নির্মাণ কাজ বাংলাদেশ নৌবাহিনীর আওতাধীন চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)- কর্তৃক সম্পন্ন হয়েছে। এছাড়াও উক্ত ভবনসমূহ ব্যবহার উপযোগী করার লক্ষ্যে অতিরিক্ত কাজ হিসেবে সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ রাস্তা, site cleaning-এর কাজ চলমান রয়েছে। অদ্যাবধি সার্বিক অগ্রগতি ৯৮.০০%।
৭.
মাসিক বাস্তবায়ন অগ্রগতি
মে, ২০২৪ মাসে ০.17% লক্ষ্যমাত্রার বিপরীতে বাস্তবায়ন অগ্রগতি ০.২ %।