মাসের নাম |
বাস্তবায়ন অগ্রগতি |
|||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জানুয়ারি ২০২১ |
(লক্ষ টাকায়)
(ক) ২১/০৯/২০২০ তারিখে সেতু বিভাগ হতে ভুমি হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালসমূহে পত্র প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ পূর্বক কার্যক্রম চলমান রয়েছে। (খ) ঢাকা ও গাজীপুর জেলায় ১ম ধাপে (০০ কি.মি. হতে ১২ কি.মি. পর্যন্ত) ৪ ধারা নোটিশ জারী সম্পন্ন হয়েছে। এছাড়া, যৌথ জরিপ, ৭ ঢারা নোটিশ জারি, চূড়ান্ত প্রাক্কলন এবং ভিডিও চিত্র ও স্থির চিত্র স্থাপন সম্পন্ন হয়েছে। তাছাড়া, ঢাকা জেলার ২য় ধাপে (১২ কি.মি. হতে ২৪ কি.মি. পর্যন্ত ৪ ধারা নোটিশ জারী, ভিডিও চিত্র ও স্থির চিত্র স্থাপন সম্পন্ন করে যৌথ জরিপ এর কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে Design Rivew and Supervision Consultant-কে Notice to Proceed প্রদান করা হয়েছে এবং INGO কাজ শুরু করেছে। (গ) ঋণ চুক্তির প্রস্তাবনা চীন অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চীনের স্টেট কাউন্সিলে অনুমোদিত হয়েছে। আগামী এপ্রিল ২০২১ এ Exim Bank, China. অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে ঋণচুক্তি সম্পাদন কার্যক্রম শুরু করবে মর্ম্র আশা করা যায়। |