Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ডিসেম্বর ২০২৩

পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ

মাসের নাম

 বাস্তবায়ন অগ্রগতি

জুন, ২০২৩
  • মুন্সিগঞ্জ জেলার আওতাধীন ২.২৭ একর জমির মধ্যে জেলা প্রশাসন গত ১১/০৯/২০২২ ইং তারিখ ২.২৫ একর জমি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে ও ০.০২ একর জমি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশন কোম্পানি লিমিটেড এর অনুকূলে অধিগ্রহণকৃত জমি আন্ত:মন্ত্রণালয়ের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়াধীন।
  • নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ৩১.৬৯২৫ একর জমির ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১০৪৩,৩০,১৯,৪৮৩.২০ (এক হাজার তেতাল্লিশ কোটি ত্রিশ লক্ষ ঊনিশ হাজার চারশত তিরাশি দশমিক দুই শূন্য) টাকার প্রাক্কলন গত ১০/০১/২০২৩ ইং তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ হতে প্রেরণ করেছে। ইতোমধ্যে প্রাক্কলনের সমুদয় অর্থ জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জে জমা প্রদান করা হয়েছে। অধিগ্রহণকৃত জমি হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।
  • সংশোধিত এলাইনমেন্ট অনুযায়ী প্রস্তাবিত ৩.৯১৫ একর জমি অধিগ্রহণের নিমিত্তে সরেজমিনে সম্ভাব্যতা যাচাই গত ১৬/০১/২০২৩ ইং তারিখে সম্পন্ন হয়েছে।
  • সরকারী/বিভাগীয় জমির পরিমান: ৪.০৪ একর
  • ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), নারায়ণগঞ্জ: ০.৩০ একর
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (ভোলাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়): ০.০২৫ একর
  • বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিটিসিএল), নারায়ণগঞ্জ: ০.০১৫ একর
  • উপজেলা পরিষদ, নারায়ণগঞ্জ: ০.৯৮ একর
  • নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: ২.৭২ একর
  • সরকারী/বিভাগীয় বর্ণিত ৪.০৪ একর জমি বাসেক বরাবর হস্থান্তরের সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ/প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে এবং ভূমি মন্ত্রণালয়ে অনাপত্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট  সকলের সাথে যোগাযোগ করা হচ্ছে।
  • ডিপিডিসি নারায়ণগঞ্জ, বিটিসিএল নারায়ণগঞ্জ, উপজেলা পরিষদ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জমির অনাপত্তিপত্র ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর জমির অনাপত্তিপত্র ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
  • সরকারী ১নং খতিয়ানভূক্ত ১৪.৮৫২৫ একর জমি হস্থান্তর/বন্দোবস্তের জন্য গত ২১/১০/২০২১ ইং তারিখ জেলা প্রশাসন, নারায়ণগঞ্জে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
  • জেলা প্রশাসন এর পরামর্শক্রমে জমির শ্রেণীবিন্যাস করে দেখা যায় ১১.৮৩২৫ একর জমি বর্তমান সড়কের মধ্যে ও ৩.০২ একর জমি বর্তমান সড়কের বাইরে অবস্থিত।

৩.০২ একর জমিতে অবস্থিত অবকাঠামোর ক্ষতিপূরণ প্রদানের জন্য Property Valuation Advisory Committee (PVAC) কর্তৃক সুপারিশকৃত একক মূল্য গত ২১/০৬/২০২৩ ইং তারিখে সেতু বিভাগ কর্তৃক অনুমোদিত হয়েছে। উক্ত একক মূল্য অনুযায়ী ১ নং খাস খতিয়ান জমির অবকাঠামোর মূল্য পরিশোধ ও অবকাঠামো অপসারণপূর্বক জমি ঠিকাদারকে হস্তান্তর করা হবে।

 

ভৌত কাজের ঠিকাদারঃ

            Shandong Luqiao Group Co. Ltd. (SDLQ) with JV China Shandong International Economic and Technical Cooperation Group Ltd. (CSI)

প্রকল্পের উল্লেখ্যযোগ্য অঙ্গসমূহ

সংখ্যা

স্থাপন সম্পন্ন ও

গ্রগতি

মন্তব্য

১। পাইল (৮০০মি.মি.)

২৪৪ টি

 

 

২। পাইল (১২০০মি.মি.)

৯৭৪ টি

 

 

৩। পাইল (১৫০০মি.মি.)

১২ টি

 

 

৪। পিয়ার (এলিভেটেড অংশ)

২১০ টি

-

মোট সংখ্যা -৩৩০ টি

৫। পিয়ার (রেম্প অংশ)

১২০ টি

-

৬। পিসি গার্ডার (৩০মি.)

১২৬০ টি

-

মোট সংখ্যা -১৬৯৮ টি

৭। পিসি গার্ডার (২০মি.)

৪৩৮ টি

-

  • Sub Soil Investigation:
  • ২২১ টি Location এ Standard Penetration Test (SPT) ও ১০ টি Location এ Cone Penetration Test (CPT) সম্পন্ন করা হয়েছে।
  • Test Pile Construction:
  • ৮ টি Location এ মোট ০৮ টি Test Pile এর মধ্যে ইতোমধ্যে ০৭ টি  Test Pile এর Construction সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ট ১টি Low Land Area তে অবস্থিত হওয়ায় equipment and machineries পাইল লোকেশন এ নেওয়ার জন্য access road and bridge নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
  • ইতোমধ্যে নির্মাণ করা ৭টি Test Pile এর মধ্যে ৭টির Static Load Test (SLT) & Pile Integrity Test (PIT) এবং ০৬ টির  High Strain Dynamic Load Test (PDA) এর কাজ সম্পন্ন হয়েছে।
  1. কাশিপুর সেতু প্রশস্তকরণঃ
  • Abutment (A1 &A2) এর ২০ টি পাইলের মধ্যে ২০ টির কাজ সম্পন্ন হয়েছে। 
  1. গোগনগর সেতু প্রশস্তকরণঃ
  •  Abutment (A1 & A2) এর ২০ টি পাইলের মধ্যে ২০ টি এবং Pier P1 & P2  এর ১২ টি পাইলের মধ্যে ০৫ টির কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট পাইলের কাজ চলমান রয়েছে।
    • এছাড়া এলিভেটেড অংশের Pier P87 & P88  এর মোট ০৮ টি পাইলের মধ্যে ০৪ টির কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট পাইলের কাজ চলমান রয়েছে।

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon