Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd অক্টোবর ২০২৪

পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ

মাসের নাম

 বাস্তবায়ন অগ্রগতি

সেপ্টেম্বর, ২০২৪

২৬৫৯ কোটি ৭৯ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত ১০.৮১ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও ৯.০৬ কিলোমিটার দোতলা রাস্তা নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ ও ভৌত নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটি জানুয়ারি ২০২১ হতে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। বর্তমান সড়কটি খুব সংকীর্ণ, আঁকাবাঁকা ও রাস্তার উভয় পাশে ব্যবসা প্রতিষ্ঠান, বসত-বাড়ি, দোকান-পাট থাকায় যানবাহন চলাচলে প্রায়শঃ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া, মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিসিক শিল্পাঞ্চল, রপ্তানিমূখী গার্মেন্টস ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি এবং আলু সংরক্ষণের জন্য বেশ কয়েকটি কোল্ড স্টোরেজ থাকায় প্রতিদিন প্রায় লক্ষাধিক শ্রমিক রাস্তাটি ব্যবহার করে এবং উক্ত সড়কে ২৪ টন থেকে প্রায় ৫০ টন পর্যন্ত ভারী যানবাহন নিয়মিত চলাচল করায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে।

 

গত ১৪ নভেম্বর ২০২৩ তারিখ প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বর্তমানে প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ ও ভৌত নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ৩৩.৮৬ একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এলিভেটেড রোডের ৮৫৭টি পাইল, ১৬২টি পাইল ক্যাপ, ১৫৫টি পিয়ার কলাম, ১১৮টি পিয়ার ক্যাপ এবং ৩৬৫টি PC I-Girder এর নির্মাণ কাজ ও ১৯২টি PC I-Girder ইরেকশন কাজ সম্পন্ন হয়েছে । কাশিপুর সেতুর Slab ব্যতীত অন্যান্য সমুদয় কাজ সম্পন্ন হয়েছে। গোগনগর সেতুর সবকটি পাইল ক্যাপ, পিয়ার কলাম ও পিয়ার ক্যাপ এবং ৩টি গার্ডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কাশিপুরস্থ টোল মনিটরিং বিল্ডিং এর পাইল, পাইল ক্যাপ, কলাম এবং Slab এর কাজ সম্পন্ন হয়েছে। সবগুলো Precast Median Barrier এর কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৩৮%।

 

প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যানবাহনগুলোকে রাজধানীতে প্রবেশ করতে হবে না। দক্ষিণ-পূর্বাঞ্চলমুখী যানবাহন তৃতীয় শীতলক্ষ্যা সেতু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করবে। ফলে এটি যানজট কমানোর পাশাপাশি জনসাধারণের দুর্ভোগ কমাবে।