১৫ অক্টোবর ২০২৪ তারিখ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান মহোদয়ের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মো: ফাহিমুল ইসলাম মহোদয়সহ ৫ জন সচিব উপস্থিত ছিলেন।
Array
(
[id] => 48dd1833-a29d-4a3b-b74f-c148341b35db
[version] => 68
[active] => 1
[publish] => 1
[created] => 2016-10-02 15:20:43
[lastmodified] => 2024-10-17 11:18:15
[createdby] => 1138
[lastmodifiedby] => 1140
[domain_id] => 6813
[office_id] =>
[menu_id] =>
[title_bn] => চেয়ারম্যান, বাসেক বোর্ড
[title_en] => Chairman, BBA Board
[body_bn] =>
[body_en] =>
[userpermissionsids] =>
[uploadpath] => 42d41c58-2d59-4f5e-b14e-7e94c81a30fd
[userip] => 127.0.0.1
[useragent] => Mozilla/5.0 (Windows NT 10.0; Win64; x64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/129.0.0.0 Safari/537.36
[usergeo] =>
[is_right_side_bar] => 0
[office_head_photo] => Array
(
[0] => Array
(
[name] => 2024-09-17-05-07-fdc0bbc0dedefecaa6c04ed92515ecb3.jpg
[caption_bn] => চেয়ারম্যান, বাসেক বোর্ড
[caption_en] => Chairman, BBA Board
[link] =>
)
)
[office_head_description] => মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ওবায়দুল কাদের একটি সুদীর্ঘ ও সমৃদ্ধ রাজনৈতিক জীবনের অধিকারী। একজন সংস্কৃতিমনষ্ক, উদার, প্রজ্ঞাবান, বাগ্মী, স্পষ্টবাদী, ত্যাগী ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতা হিসাবে তাঁর পরিচিতি। ওবায়দুল কাদের বসুরহাট সরকারি এ.এইচ.সি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এস.এস.সি ও নোয়াখালী কলেজ থেকে মেধা তালিকায় স্থান সমেত এইচ.এস.সি পাশ করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি শুরু করেন। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণ আন্দোলন ও ছাত্রদের ১১ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।
[office_head_des_bn] =>
মুহাম্মদ ফাওজুল কবির খান
মাননীয় উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
মুহাম্মদ ফাওজুল কবির খান। সাবেক বিদ্যুৎ–সচিব। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বেসরকারি খাতে অবকাঠামো উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইডকলের প্রথম পূর্ণকালীন সিইও হিসেবে তিনি এর ভিত গড়েন। তাঁর লেখা (সহলেখক বব পারা) বই ফাইন্যান্সিং লার্জ প্রজেক্ট পিয়ারসন কর্তৃক প্রকাশিত ও চীনা ভাষায় অনূদিত হয়েছে। তাঁর দ্বিতীয় বই উইন-হাউ পাবলিক এন্ট্রাপ্রেনিউরশিপ ক্যান ট্রান্সফর্ম দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড ফরাসি ও পর্তুগিজ ভাষায় অনূদিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন। তিনি দু:স্থ প্রবীণদের বিনামূল্যে সেবাদানকারী প্রতিষ্ঠান শৈলান প্রবীণ নিবাসের উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য।
[office_head_des_en] =>
Muhammad Fouzul Kabir Khan
Hon'ble Advisor, Ministry of Road Transport and Bridges.
মুহাম্মদ ফাওজুল কবির খান। সাবেক বিদ্যুৎ–সচিব। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বেসরকারি খাতে অবকাঠামো উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইডকলের প্রথম পূর্ণকালীন সিইও হিসেবে তিনি এর ভিত গড়েন। তাঁর লেখা (সহলেখক বব পারা) বই ফাইন্যান্সিং লার্জ প্রজেক্ট পিয়ারসন কর্তৃক প্রকাশিত ও চীনা ভাষায় অনূদিত হয়েছে। তাঁর দ্বিতীয় বই উইন-হাউ পাবলিক এন্ট্রাপ্রেনিউরশিপ ক্যান ট্রান্সফর্ম দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড ফরাসি ও পর্তুগিজ ভাষায় অনূদিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন। তিনি দু:স্থ প্রবীণদের বিনামূল্যে সেবাদানকারী প্রতিষ্ঠান শৈলান প্রবীণ নিবাসের উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য।