Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০২০

ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে (R-203) মেঘনা নদীর উপর সেতু নির্মাণ

প্রকল্পের নাম

ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে (R-203) মেঘনা নদীর উপর সেতু নির্মাণ

প্রকল্পের অবস্থান

আড়াই হাজার ও বাঞ্ছারামপুর উপজেলা।

ম্যাপ

প্রাক্কলিত ব্যয়

৭১৯৪ (সাত হাজার ্মএকশত চুরানব্বই) কোটি টাকা। 

নির্মাণের কারণ

প্রকল্পটি বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সেতু ও সড়ক নির্মাণ পরিকল্পনার একটি অংশ যা মূলত পূর্ব অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যাবস্থা উন্নত করার জন্য গৃহীত হয়েছে।

অর্থনৈতিক প্রভাব

ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে (R-203) মেঘনা নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের ফলে মহাসড়ক N102 (কুমিল্লা- সিলেট মহাসড়ক) এর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশের  পূর্বাঞ্চলের সার্বিক দৃশ্যপট এর পরিবর্তন ঘটবে; যা ঢাকা- ব্রাহ্মণবাড়িয়া- সিলেট রুটের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে এবং এশিয়ান হাইওয়ে এর সাথে যুক্ত হয়ে আগরতলা (ভারত) পর্যন্ত সংযোগ স্থাপন করতে সক্ষম হবে।  

জিডিপি-তে ইতিবাচক প্রভাব

-

প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা

সেতুর প্রস্তাবিত দৈর্ঘ্যঃ- ২৭৫০ মি.।