প্রকল্পের নাম |
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প |
প্রকল্পের রুট |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দক্ষিণে কাওলা-কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী)। |
অর্থনৈতিক প্রভাব |
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং ভ্রমণের সময় ও খরচ হ্রাস পাবে। সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার সহজিকরণ, আধুনিকায়ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। |
জিডিপি-তে ইতিবাচক প্রভাব |
প্রকল্পটি বাস্তবায়িত হলে জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলবে। |
|
|
বিনিয়োগকারী প্রতিষ্ঠান |
First Dhaka Elevated Expressway (FDEE) Company Ltd. Shareholders: Italian Thai Development Public Company Ltd. (Thailand)- 51%, China Shandong International Economic and Technical Co-operation Group (CSI)- 34% Sinohydro Corporation Ltd.- 15% |
চুক্তি স্বাক্ষর |
১৯ জানুয়ারি ২০১১ |
সংশোধিত চুক্তি স্বাক্ষর |
১৫ ডিসেম্বর ২০১৩ |
প্রকল্পের মেয়াদ |
জুলাই ২০১১- জুন ২০২৪ |
প্রাক্কলিত ব্যয় |
৮,৯৪০ কোটি টাকা |
Viability Gap Funding (VGF) |
২৪১৩ কোটি টাকা (প্রাক্কলিত ব্যয়ের ২৭%) যা বাংলাদেশ সরকার বহন করবে। |
বিনিয়োগকারীর আর্থিক সংস্থান |
বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৩০ মার্চ ২০১৯ তারিখে China Exim Bank (EXIM) এর সাথে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার ও Industrial & Commercial Bank of China (ICBC) এর সাথে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারসহ সর্বমোট ৮৬১ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করে। ইতোমধ্যে মোট ৪২৭.৭৬ মিলিয়ন ইউএস ডলার ছাড় হয়েছে। |
প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা |
মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য ১৯.৭৩ কি.মি.
প্রকল্পে উঠা-নামার জন্য মোট ২৭ কি.মি দীর্ঘ ৩১টি র্যাম্প রয়েছে। র্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কি.মি.। |
প্রকল্পের ধাপ |
১ম ধাপ- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দক্ষিণে কাওলা হতে বনানী রেল স্টেশন পর্যন্ত (চে. ০+০০০ মি: হতে চে. ৭+৪৫০ মি:) যার দৈর্ঘ্য ৭.৪৫ কি:মি।
২য় ধাপ- বনানী রেল স্টেশন হতে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত (চে. ৭+৪৫০মি: হতে চে. ১৩+৩০০ মি:) যার দৈর্ঘ্য ৫.৮৫ কি.মি।
৩য় ধাপ- মগবাজার রেল ক্রসিং হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী) পর্যন্ত (চে. ১৩+৩০০মি: হতে চে. ১৯+৭৩০ মি:) যার দৈর্ঘ্য অবশিষ্টাংশ। |
কাজ শুরুর তারিখ |
Formal Construction Commencement Date (CCD) ০১ জানুয়ারী ২০২০। |
আংশিক উন্মুক্ত ও তারিখ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাওলা প্রান্ত হতে ফার্মগেট পর্যন্ত ০৩ সেপ্টেম্বর ২০২৩ |
কাজ সমাপ্তির তারিখ |
৩০ জুন ২০২৫ |
ছবি | |
ভিডিও |