Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০২০

বরিশাল-ভোলা সড়কে তেঁতুলিয়া ও কালাবাদর নদীর উপর সেতু নির্মাণ

প্রকল্পের নাম

বরিশাল-ভোলা সড়কে তেঁতুলিয়া ও কালাবাদর নদীর উপর সেতু নির্মাণ 

প্রকল্পের অবস্থান

বরিশাল সদর উপজেলা ও ভোলা সদর উপজেলার মধ্যে।

ম্যাপ

প্রাক্কলিত ব্যয়

৯৯২২ (নয় হাজার নয়শত বাইশ) কোটি।

নির্মাণের কারণ

দ্বীপ জেলা ভোলার সাথে কোনো সড়ক যোগাযোগ না থাকাই বরিশাল জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। বর্তমানে একটি মাত্র ফেরীঘাট দিয়ে মালবাহী গাড়ি পারাপার করা হয়। এই প্রকল্পটির মাধ্যমে তেঁতুলিয়া ও কালাবাদর নদীর উপর সেতু নির্মাণ করে বরিশাল ও ভোলা জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।   

অর্থনৈতিক প্রভাব

এই সেতু ভোলার মানুষের বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক জীবনকে উন্নত করবে। সেতুটি ভোলা জেলাকে সড়ক যোগাযোগের মাধ্যমে সহজেই মূল ভূ-খন্ড এর সাথে সংযোগ করতে সহায়তা করবে।

জিডিপি-তে ইতিবাচক প্রভাব

-

প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা

সেতুর প্রস্তাবিত দৈর্ঘ্যঃ- 6900 মিটার।