প্রকল্পের নাম |
বরিশাল-ভোলা সড়কে তেঁতুলিয়া ও কালাবাদর নদীর উপর সেতু নির্মাণ |
প্রকল্পের অবস্থান |
বরিশাল সদর উপজেলা ও ভোলা সদর উপজেলার মধ্যে। |
ম্যাপ |
|
প্রাক্কলিত ব্যয় |
৯৯২২ (নয় হাজার নয়শত বাইশ) কোটি। |
নির্মাণের কারণ |
দ্বীপ জেলা ভোলার সাথে কোনো সড়ক যোগাযোগ না থাকাই বরিশাল জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। বর্তমানে একটি মাত্র ফেরীঘাট দিয়ে মালবাহী গাড়ি পারাপার করা হয়। এই প্রকল্পটির মাধ্যমে তেঁতুলিয়া ও কালাবাদর নদীর উপর সেতু নির্মাণ করে বরিশাল ও ভোলা জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। |
অর্থনৈতিক প্রভাব |
এই সেতু ভোলার মানুষের বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক জীবনকে উন্নত করবে। সেতুটি ভোলা জেলাকে সড়ক যোগাযোগের মাধ্যমে সহজেই মূল ভূ-খন্ড এর সাথে সংযোগ করতে সহায়তা করবে। |
জিডিপি-তে ইতিবাচক প্রভাব |
- |
প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা |
সেতুর প্রস্তাবিত দৈর্ঘ্যঃ- 6900 মিটার। |
বাস্তবায়ন অগ্রগতি |
|