Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মে ২০১৯

বাকেরগঞ্জ- বাউফল উপজেলা সড়কে (Z8806 & 8044) কারখানা নদীর ওপর সেতু নির্মাণ

প্রকল্পের নাম

বাকেরগঞ্জ- বাউফল উপজেলা সড়কে (Z8806 & 8044) কারখানা নদীর ওপর সেতু নির্মাণ

প্রকল্পের অবস্থান

শিয়ালগুনী ঘাটের নিকটবর্তী, বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল।

ম্যাপ

প্রাক্কলিত ব্যয়

২৪৯৮ (দু্মই হাজার চারশত আটানব্বই) কোটি।

নির্মাণের কারণ

কারখানা নদীর উপর প্রস্তাবিত সেতুটি বাকেরগঞ্জ উপজেলা (বরিশাল) ও বাউফল উপজেলা (পটুয়াখালী) মধ্য দিয়ে বরিশাল ও পটুয়াখলী জেলার মধ্যে সংযোগ স্থাপন করবে।

অর্থনৈতিক প্রভাব

সেতুটি বাণিজ্যিক ও সামাজিক উভয় মান উন্নয়নে সহায়তা করবে। সেতুটি সড়ক যোগাযোগের গুণগত মান উন্নয়ন করবে। ফেরীর মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিলুপ্ত করবে ফলে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপন হবে যা যাতায়াতের সময় কমাবে।

প্রকল্পটি বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। 

জিডিপি-তে ইতিবাচক প্রভাব

-

প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা

সেতুর প্রস্তাবিত দৈর্ঘ্যঃ- ১৭৮০ মিটার।

বাস্তবায়ন অগ্রগতি

  • সেতুর অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
  • প্রাথমিক টেকনিক্যাল প্রতিবেদন জমা দেওয়া এবং উপস্থাপন করা হয়েছে।
  • চূড়ান্ত প্রযুক্তিগত নকশা প্রস্তুত প্রক্রিয়া চলমান রয়েছে।
  • সার্বিক সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে।